বাংলা থেকে উড়িষ্যা, আদিবাসী অধ্যুষিত এলাকায় বিগত বছরগুলিতে বেশ ভালো ফল করে এসেছে বিজেপি। গতবছর গুজরাত বিধানসভা নির্বাচনেও আদিবাসী অধ্যুষিত এলাকায় বড় জয়লাভ করেছিল বিজেপি। দেশের আদিবাসীদের নিজেদের দিকে টানতে রাষ্ট্রপতি পদেও একজন আদিসাবীকে বসায় গেরুয়া শিবির। তবে কর্ণাটকের আদিবাসীরা ২০২৩ সালে খালি হাতে ফেরাল বিজেপিকে।
কর্ণাটকে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত একটি আসনেও বিজেপি এবার জিততে পারেনি। যা গেরুয়া শিবিরের জন্য এর বড় চিন্তার কারণ হতে পারে। কারণ এবছরই আবার ছত্তিশগড়ে নির্বাচন রয়েছে। সেখানে সরকার গঠনের ক্ষেত্রে আদিবাসী ভোটারদের প্রভাব অনেকটাই।
এদিকে শুধুমাত্র আদিবাসী নয়, তফসিলি জাতির ভোটাররাও বিজেপির দিকে ফিরে তাকায়নি এবারের কর্ণাটক নির্বাচনে। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত মোট ৩৬টি আসনের মধ্য এবার কর্ণাটকে বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ১২টি। এদিকে কংগ্রেস জিতেছে ২১টি আসনে। তাছড়া জেডিএস জয়ী ৩টি মাত্র আসনে। এদিকে এই ৩৬টি আসনের মধ্যে ১৩টিতে দ্বিতীয় স্থানে আসে বিজেপি। অর্থাৎ, ১১টি আসনে হারের ব্যবধান অনেকটাই বেশি।
এদিকে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ১৫টি আসমনের একটিতেও জিততে পারেনি গেরুয়া শিবির। এর আগে ২০১৮ সালের নির্বাচনে মোট ৫১টি সংরক্ষিত আসনের ২২টিতে জিতেছিল বিজেপি। তবে এবার তাদের ঝুলিতে সব মিলিয়ে এসেছে মাত্র ১২টি আসন।