বিষমদের প্রকোপ নেমে এল তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে দু’টি পৃথক বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবার এবং অসুস্থদের চিকিৎসায় আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর ভিল্লুপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় বিষমদ খেয়ে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়। অসুস্থদের মধ্যে ভিল্লুপুরমের বাসিন্দা সাতজন এবং চেঙ্গলপাট্টুক চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ৩০ জন। তাঁদের সকলের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারাই বিষমদ সরবরাহকারী বলেই মনে করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেই জানান আইজি নর্থ জোনের পুলিশ আধিকারিক কান্নান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং অসুস্থদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।