নতুন সুখবর এল পর্যটনপিপাসুদের জন্য। কলকাতায় বছরভর কলকাতায় ভ্রমণকারীদের ভিড় লেগেই থাকে। মহানগরীরর পর্যটনকে আরও সুন্দর করার ও ভ্রমণপ্রেমীদের যাবতীয় কৌতূহল মেটাতে আনা হচ্ছে নয়া অ্যাপ। পুরনোর পাশাপাশি নতুন নতুন বেড়ানোর জায়গায় বাড়ছে দিন দিন। গত কয়েক বছরে বৃহত্তর কলকাতায় ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্তরাঁ, আলিপুর মিউজিয়ামের মতো বেশ কয়েকটি নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে, একাধিক জায়গা নতুন করে সংস্কার হয়েছে, লাইট অ্যান্ড শো-এর ব্যবস্থা হয়েছে।
প্রসঙ্গত অনেক জায়গারই বিস্তারিত বিবরণ এখন ভ্রমণ পিপাসুদের কাছে নেই। সপ্তাহের কোন দিন বন্ধ থাকে সেগুলো, দৈনিক কতক্ষণ খোলা থাকে, আদৌ প্রবেশের জন্যে টিকিটের প্রয়োজন কিনা, প্রয়োজন হলে টিকিটের মূল্য কত; এসব তথ্য অনেকেরই অজানা। ফলে অনেকেই সঠিক দিন ও সঠিক সময়ে ঘুরে দেখতে পারেন না। তাই সমস্যা সমাধানে এবার মাই কলকাতা নামে নতুন একটি অ্যাপ্লিকেশন আনতে চলেছে কলকাতা পুরসভা। চলতি বছর দুর্গা পুজোর আগেই তা চালু করা হবে। জানা গিয়েছে, ইংরেজি এবং বাংলা, দুটি ভাষাই থাকবে অ্যাপে। রাখা হবে কলকাতা-সহ, বৃহত্তর কলকাতা অর্থাৎ বিধাননগর, নিউ টাউনের দর্শনীয় স্থানগুলোর বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি।