কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়াশিবির। শনিবার প্রকাশিত হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস। এই রাজ্যে গদিচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে সারা দক্ষিণ ভারত থেকে মুছে গিয়েছে বিজেপির কর্তৃত্ব। বিজেপি-বিরোধী দলগুলি কটাক্ষ করেছে, এবার মোদী-শাহর ব্যর্থতার দায় ঘাড়ে চাপানোর মতো লোক খুঁজছে পদ্ম-নেতৃত্ব। নির্বাচনের ফল বেরোনোর পর স্পষ্ট যে, বিজেপির হেভিওয়েট প্রার্থীদেরও রেয়াত করেনি আমজনতা। ভোটে হেরেছেন বিগত সরকারের ১১ জন মন্ত্রী তথা ডাকসাইটে গেরুয়া-নেতারা।
পরাজিত পদ্ম-প্রার্থীদের অন্যতম হিজাব নিষেধাজ্ঞার মুখ বিসি নাগেশ। দু’টি আসনে দাঁড়িয়ে দু’টিতেই হেরেছেন আবাসন পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না। পরাজিত হয়েছেন বোম্মাইয়া মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী কে সুধাকর। শোচনীয় হারের মুখ দেখা অন্য মন্ত্রীরা হলেন মধুস্বামী, গোবিন্দা কারাজোল, বিসি নাগেশ এবং শংকর পাটিল, এমটিবি নাগারাজ, বিসি পাটিল মুরুগেশ নিরানি ও কেসি নারায়ণগৌড়া।