শনিবার সকাল থেকেই কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব। ফলের প্রবণতা থেকেই স্পষ্ট দক্ষিণের এই রাজ্যে ফিকে মোদী ম্যাজিক। বদলে উঠেছে সবুজ ঝড়। যা কংগ্রেসের জন্য স্বস্তির বাতাস বয়ে এনেছে। চূড়ান্ত ফলাফল স্পষ্ট হতে এখনও দু-তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে কর্ণাটকে কংগ্রেস পথে নেমে আনন্দে মেতেছে। দিল্লীতে কংগ্রেসের সদর দফতরেও শীর্ষ নেতারা একে একে পৌঁছতে শুরু করেছেন। কিন্তু সেই নেতাদের ভিড়ে নেই প্রিয়াঙ্কা গান্ধী। কারণ শনিবার ভোরের বিমানেই হিমাচলপ্রদেশে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিমান বন্দর থেকে সোজা চলে গিয়েছেন সিমলার একটি জাগ্রত হনুমান মন্দিরে।
প্রসঙ্গত, কর্ণাটকের ভোট প্রচারে বজরংবলীকেই কংগ্রেসের বিরুদ্ধে শেষ মুহূর্তে অস্ত্র করেছিল বিজেপি। কংগ্রেসের ইস্তাহারে বলা হয় দল ক্ষমতায় এলে বজরং দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রচারে কংগ্রেসের সেই ঘোষণাকেই হাতিয়ার করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত শিবিরের ঘোষণাকে বজরংবলীর অপমান বলে অভিযোগ করেন। এরপর মোদীকে মোক্ষম জবাব দেন প্রিয়াঙ্কাই। বলেন, বজরং দলের সঙ্গে বজরংবলীকে গুলিয়ে দিয়ে আপনি দেবতার অসম্মান করেছেন। বজরংবলীর এত বড় অবমাননা আর কেউ করেনি। বস্তুত প্রিয়ঙ্কার এই মন্তব্যই কংগ্রেস মোদীর বিরুদ্ধে পাল্টা হাতিয়ার করে। সেই প্রিয়ঙ্কা দলের মঙ্গল কামনায় সিমলায় বজরংবলীর মন্দিরেই গিয়েছেন। পুজো দেওয়ার পর দীর্ঘ সময় ধ্যান করেন সেখানে।