আগেই শক্তিবৃদ্ধি করতে শুরু করেছিল ঘূর্ণিঝড় ‘মোকা’। অবশেষে ১৪ মে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করতে চলেছে। যার ফলে বাংলাদেশের কক্সবাজার মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলাতেও। উপকূলে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে হালকা বাতাস।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। যদিও আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৬ শতাংশ। জানা গিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। তবে সোমবার থেকে ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।