প্রবল দুশ্চিন্তায় পদ্মশিবির। অতিসম্প্রতিই
কর্ণাটকে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। বুথ ফেরত সমীক্ষার ফলাফলে কার্যত ঘুম উড়েছে বিজেপির। দক্ষিণের এই রাজ্যে গেরুয়া বাহিনীর সেনাপতি ছিলেন মোদী। ফলত সমীক্ষার ফল বাস্তবে পরিণত হলে সে হার হবে মোদীর পরাজয়। জাতীয় স্তরে মোদীর ভাবমূর্তি ভেঙে খান খান হয়ে যাবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। তাঁরা অনুমান করছেন, বিজেপির অন্দরে মোদী বিরোধী শিবির দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও কোণঠাসা হয়ে রয়েছে, তারা মাথাচাড়া দিতে পারে। শনিবার যদি এক্সিট পোলের ফলাফল মিলে যায়, তাহলেই প্রশ্নের মুখে পড়বে মোদীর ভাবমূর্তি।
উল্লেখ্য, বিজেপির মধ্যে মোদী বিরোধী বলতে লালকৃষ্ণ আদবানির বিশ্বস্ত আস্থাভাজন বসুন্ধরা, তিনি মোদী-শাহের উত্থান মন থেকে মেনে নেননি। একটা ঠান্ডা লড়াইয়ের আঁচ পাওয়া যায়, আসন্ন রাজস্থান নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চান না মোদী। যদিও বসুন্ধরা রাজে সিন্ধিয়া কিন্তু নিজেই নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। কর্ণাটকে বিজেপি পরাস্ত হলে বসুন্ধরার শক্তি ও দাবি জোরালো হবে। মহারাষ্ট্রে সুর চড়াবেন নীতিন গড়করি, রাজনাথ সিং, কর্ণাটকের বি এস ইয়েদুরাপ্পারাও।