মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে অক্সিজেন জুগিয়েছে উদ্ধব ঠাকরে শিবিরকে। বৃহস্পতিবার থেকেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন প্রতিপক্ষ শিন্ডে শিবির ও বিজেপিকে। শুক্রবারও সেই প্রবণতা বজায় থাকল। উদ্ধব শিন্ডে শিবির ও সহযোগী বিজেপিকে নির্বাচনে জিতে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, তাঁদের প্রতিপক্ষ নির্বাচনে যেতে ভয় পাচ্ছে।
এ ব্যাপারে তিনি বলেছেন, ‘সকলে নতুন করে নির্বাচনে অবতীর্ণ হই। জনতা চূড়ান্ত সিদ্ধান্ত নিক। আমি যেমন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলাম একনাথ শিন্ডের উচিত নৈতিকতার বিচারে ইস্তফা দেওয়া’। যে সমস্ত শিবসেনা বিধায়ক বিদ্রোহ করায় তাঁর সরকারের পতন হয়েছিল, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার যদি তাঁদের বিধায়ক পদ খারিজ না করেন তাহলেও ফের এক বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন উদ্ধব ঠাকরে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সামনে আসার পর থেকেই মহারাষ্ট্র রাজনীতির অঙ্গন আরও এক বার সরগরম হয়ে উঠেছে। শিন্ডে ও উদ্ধব শিবিরের মধ্যে লড়াই ফের জমে উঠেছে। গত বছর মহারাষ্ট্রের কুর্সি থেকে ক্ষমতাচ্যুত হওয়া উদ্ধব এর মধ্যে নিজেদের ‘নৈতিক জয়’ পেয়েছেন বলেও দাবি করেছেন। সেই সঙ্গে শিন্ডে-সহ বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ খারিজ নিয়েও ফের এক বার সরব তিনি। এ ব্যাপারে উদ্ধব বলেছেন, “আমরা আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। যদি স্পিকার (মহারাষ্ট্র বিধানসভার) নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত না নেন তাহলে আমরা আবার সুপ্রিম কোর্টে যাব। এখন স্পিকার বিদেশে রয়েছেন। যখন তিনি ফিরে আসবেন, তাঁকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”