কর্ণাটকের বিধানসভা ভোটের পর বুথফেরত সমীক্ষাগুলির যে ফলাফল প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দিয়েছে। আর সেই ত্রিশঙ্কুর পূর্বাভাসে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জনতা দল (সেকুলার) বা জেডিএসের ভূমিকা। এই পরিস্থিতিতে দেবগৌড়ার দল জানিয়েছে, সম্ভাব্য ত্রিশঙ্কু বিধানসভায় তাঁরা কী করবেন, সে বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।
নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু সরাসরি ভোটদাতাদের মত নেওয়ার এই পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি থাকায় এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না বলে ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন। শনিবার (১৩ মে) গণনার দিনেই ফল জানা যাবে। তার আগে কর্নাটকে প্রধান যুযুধান দু’পক্ষ কংগ্রেস এবং বিজেপির তরফে ইতিমধ্যেই দেবগৌড়ার দলকে পাশে পাওয়ার ‘তৎপরতা’ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
এই আবহে দেবগৌড়ার ছেলে তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ঘনিষ্ঠ নেতা তনভির আহমেদ বলেছেন, ‘ত্রিশঙ্কু বিধানসভা হলে আমরা কাকে সমর্থন করব, সে বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যথা সময়ে তা আমরা জনসমক্ষে ঘোষণা করব।’ কংগ্রেস এবং বিজেপি দু’দলই তাঁদের সঙ্গে ‘যোগাযোগ’ করেছে বলেও দাবি করেন তনভির।