বৃহস্পতিবারই কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আইপিএস অফিসার দময়ন্তী সেন এবং দুই প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত এবং উপেন বিশ্বাসকে রেখে সিট গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি। আদালতের সেই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তাঁর বক্তব্য, প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত রোজ টিভির বিতর্ক প্যানেলে বসে রাজ্য সরকারের সমালোচনা করেন। যিনি রাজ্য সরকারের সমালোচনা করার জন্য একটা অবস্থান নিয়ে রেখেছেন, তাঁর থেকে কি নিরপেক্ষ তদন্ত আশা করা যায়? রাজ্যে কি প্রাক্তন আইপিএস অফিসার কম পড়িয়াছে?
এখানেই না থেমে তৃণমূল মুখপাত্র আরও বলেন, কালিয়াগঞ্জের ঘটনা মর্মান্তিক। নাবালিকার ওই মৃত্যু অত্যন্ত দুঃখের। রাজ্য সরকার এবং তৃণমূল চায় যারা দোষী তাদের প্রত্যেকের শাস্তি হোক। প্রকৃত তদন্ত হোক। কারণ, কাউকে আড়াল করার কোনও বাসনা দূর দূর থেকেও নেই তৃণমূল বা সরকারের। কিন্তু সেই তদন্ত যেন পক্ষপাতের ঊর্ধ্বে থাকে।