কর্নাটকে সরকার গড়বে কারা? শনিবার দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যেতে পারে কেমন হতে পারে নয়া সরকারের চরিত্র। ভোট ফেরত সমীক্ষায় তিনটি প্রবণতা মিলেছে। অধিকাংশ সংস্থা বলেছে, বিধানসভা হবে ত্রিশঙ্কু। এক দুটি সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলেছে, কংগ্রেস এবং বিজেপি একক শক্তিতে সরকার গড়বে।
তবে সরকার গড়ার জন্য দরকার ১১৩ আসন কোনও দলের না পাওয়ার সম্ভাবনার কথাই বেশিরভাগ সমীক্ষায় বলা হয়েছে। আর সেই কারণেই মুখে মুখে ঘুরছে ‘অপারেশন হাসতা’র কথা। যা অতীতে শোনা যায়নি। কংগ্রেস কোনরকম রাগঢাক না করে প্রকাশ্যে বলছে আমরাও তৈরি ‘অপারেশন হাসতা’ নিয়ে। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী’ মনোভাব হাত শিবিরে।
কন্নড় ভাষায় হাসতা অর্থ হাত। কংগ্রেস বলছে, বিজেপির অপারেশন লোটাস শুরু করলে তারাও বসে থাকবে না। অপারেশন হাসতা নিয়ে তারা প্রস্তুত। অর্থাৎ কংগ্রেসও প্রয়োজনের বিজেপিকে ভাঙিয়ে সরকার গড়ার চেষ্টা করবে।
স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার দলের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘বিজেপিকে ক্ষমতা থেকে হটানো এই মুহূর্তে কংগ্রেসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেই কারণেই আমরাও এবার বসে থাকব না। বিজেপি যদি আমাদের দলে থাবা দেয় আমরাও ওদের দলে থাবা দিতে প্রস্তুত হয়ে আছি। সেই ব্যবস্থা ভোটের আগে থেকেই করা আছে।‘
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে স্পষ্ট করে বলেছেন, ‘বিজেপি আমাদের দল ভাঙাতে এলে কী করণীয় আমরা তা জানি। এবার আমরা আগাম সেই পরিকল্পনা করে রেখেছি।‘ তবে শিবকুমারের মতো পাল্টা দল ভাঙানোর কথা তিনি বলেননি।