এবার মোদী সরকারের নজরে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া। আয়করের আওতায় আনা হতে পারে তাদের। এক বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, নেটফ্লিক্স ইন্ডিয়ার স্ট্রিমিং পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের ওপর এবার কর চাপানোর চিন্তাভাবনা করছে কেন্দ্রের মোদী সরকার। জানা যাচ্ছে, আয়কর বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম কোনও বিদেশি ডিজিটাল ই-কমার্স সংস্থার থেকে আয়কর গ্রহণ করা হবে।
আয়কর সংস্থা জানিয়েছে, দেশে আমেরিকার এই বহুজাতিক সংস্থাটির স্থায়ী কার্যালয় আছে। ফলে স্বাভাবিকভাবেই তারা আয়করের অধীনে আসবে। আয়কর সূত্রে খবর তাদের ড্রাফ্ট অর্ডারে ২০২১-২২ অর্থবর্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার ৫৫ কোটি টাকা আয়ের তথ্য উল্লিখিত ছিল। এছাড়াও আয়কর কর্তাদের দাবি, স্ট্রিমিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নেটফ্লিক্স ইন্ডিয়ার পর্যাপ্ত পরিকাঠামো ও কর্মী আছে। সেটাও আয়করের অধীনে আসার ক্ষেত্রে যথেষ্ট।