লাভপুরের জনসভা থেকে ফের কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও বীরভূমের মাটি থেকে কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরও একবার তাঁর ভাষণে তীব্র নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। ২০২১ -এ বাংলার মাটিতে হেরে গিয়েই বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। এই মন্তব্যে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক।
অন্যদিকে পঞ্চায়েতের জয়ের টার্গেট বেঁধে দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিততে হবে সব পঞ্চায়েতেই, মহম্মদবাজারের সভা থেকে এমনই ঘোষণা অভিষেকের। বিধানসভা ভোটে বীরভূমে ১১-০ করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলের কথাও এর আগে উঠে এসেছে অভিষেকের কথায়।
এদিনও কেষ্ট-বিহীন বীরভূমের মাটিতে সব পঞ্চায়েতে জয়ের ডাক দেন অভিষেক। একুশের বিধানসভায় ১১টায় ১০ গোল, আগামী ভোটে ১১-০ করার ডাক অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যারা প্রচার করছিল তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে গিয়েছে। তাদের বলব, এটা জনজোয়ারে পরিণত হয়েছে’।