টানা ২৭ রাত, অর্থাৎ প্রায় এক মাস ধরে চলবে হাওড়া ব্রিজের মেরামতির কাজ। এমনই জানিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে অতিরিক্ত সময় নেওয়া হতে পারে। ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের থেকে অনুমোদন পাওয়া গেছে। জানা যাচ্ছে, রাত ১০টা থেকে শুরু হবে মেরামতির কাজ। এই সময় যানবাহনের চাপ অনেকাংশে কম থাকে। ভোর ৬টা পর্যন্ত তা চলবে। ব্রিজটির এক তৃতীয়াংশ অংশ জুড়ে সংস্কার কাজ চললেও অপর অংশটিতে যানচলাচল করবে। কাজ চলাকালীন যানজট যাতে না হয়, তার জন্য সবরকম পদক্ষেপ নিচ্ছে কলকাতা ও হাওড়া পুলিশ।
প্রসঙ্গত, গত ১৯শে এপ্রিল কলকাতা পুলিশ, হাওড়া কমিশনারেট, কলকাতা বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজ পরিদর্শন করেন। পরিদর্শনের পর ঠিক হয়, ন’টি পর্যায়ে মেরামতির কাজ হবে। ১০ই মে লালবাজার থেকে মেরামতির কাজের জন্য অনুমোদন দেওয়া হয়। এই কাজের জন্য রাতের সময়কেই বেছে নেওয়া হয়েছে। কোনওভাবেই যাতে যাত্রীদের সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসন যথেষ্ট তৎপর।