অবশেষে ব্রিজভূষণ শরণ সিংয়ের বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। শুক্রবার একটি বিবৃতি জারি করে তাদের তরফে বলা হয়েছে, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।
এফআইআর দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও কেন ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশের ভূমিকা। অবশেষে শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ। তবে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ব্রিজভূষণ ছাড়াও আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে শুক্রবার।
দিল্লি পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ১০ সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন এক মহিলা ডিসিপি। এছাড়াও সিটে রয়েছেন ৪জন মহিলা পুলিশ। ব্রিজভূষণকে আগামী দিনে জেরা করবে এই সিট। আরও জানা গিয়েছে, নানা ঘটনার ছবি ও ভিডিও চাওয়া হয়েছে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে। তাঁর মোবাইলও খতিয়ে দেখবে তদন্তকারীরা।