১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হয়েছিল। এমনই বিস্ফোরক দাবি করল কংগ্রেস। যদিও এই তথ্য অস্বীকার করেছে নির্বাচন কমিশন।
৮ মে নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে, কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল নির্বাচনে ব্যবহার হওয়া ইভিএম নিয়ে। পুনর্বিবেচনার এবং পুনরায় যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত ইভিএমগুলির কর্ণাটক নির্বাচনে ‘পুনরায় ব্যবহার’ সম্পর্কে স্পষ্ট বক্তব্য চেয়েছিল।
নির্বাচন কমিশন জোর দিয়ে বলেছে যে দক্ষিণ আফ্রিকায় ইভিএম পাঠানো হয়নি এবং সেই দেশ এই মেশিনগুলি ব্যবহারও করে না।
রেকর্ডের উদ্ধৃতি দিয়ে, তাঁরা বলেছে যে কংগ্রেসের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে কর্ণাটকে শুধুমাত্র ইসিআইএল-এর তৈরি নতুন ইভিএম ব্যবহার করা হবে।