শুক্রবার প্রকাশিত হল এ বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফল। শুক্রবার বোর্ডের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে। সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এ ছাড়া ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণির ফল দেখতে পাবে cbseresults.nic.in ওয়েবসাইটেও। পডুয়ারা ওয়েবসাইটে লগ ইন করে রোল নম্বর, স্কুলের নম্বর এবং অ্যাডমিট কার্ডের আইডি দিয়ে ফল দেখতে পাবে।
এ বছর দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা কোভিড অতিমারির সময় ২০১৯ সালের পাশের হারের চেয়ে বেশ খানিকটা বেশি। সে বছর পাশ করেছিল ৮৩.৪০ শতাংশ পড়ুয়া। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে কারা পাশ করেছে, সেই অনুযায়ী কোনও পৃথক তালিকা প্রস্তুত করা হচ্ছে না। তবে যে ০.১ শতাংশ পড়ুয়া কোনও না কোনও বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের একটি করে মেধার শংসাপত্র দেবে বোর্ড।