বিরোধী নেতা-নেত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করাই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই ধারা বজায় রেখেই বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, ‘ভোট লুঠ করতে যেমন কুকুর আসবে তেমনি মুগুর দিয়ে আপনারা ব্যবস্থা করবেন।
তারপর আমরা বাকিটা বুঝে নেব।’ বৃহস্পতিবার সকালে বাঁকুড়া দু’নম্বর ব্লকের বাগানপুকুর এলাকায় গিয়ে স্থানীয় দলীয় কর্মীদের উপস্থিতিতে এই নিদান দেন বিজেপি বিধায়ক। এর আগেও একাধিকবার নানা কুরুচিকর বক্তব্য দিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এদিকে, বিধায়কের এই বক্তব্য প্ররোচনামূলক বলে প্রতিবাদে সরব তৃণমূল। তাদের দাবি, এরপর এলাকায় অশান্তি হলে তার সব দায় নিতে হবে এই বিধায়ককে।