বুধবার কোন্নগরের সভা থেকে শাসক দলের বিরুদ্ধে ‘লটারি দুর্নীতি’র অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে।’
এবার তারই পাল্টা দিল তৃণমূল। শুভেন্দুকে নিশানা করে তৃণমূল মুখপাত্র তথা সাংসদ শান্তনু সেন বলেন, ‘যাকে টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, তার মুখে এ সব কথা মানায় না। এই ধরনের কথা যিনি বলছেন, তার উপর রাজ্যের মানুষের কোনও রকমের আস্থা নেই।’ বিরোধী দলনেতাকে তাঁর কড়া হুঁশিয়ারি, ‘উনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের জবাব ও প্রমাণ ওকেই দিতে হবে। ছাড়ব না।’