বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে শোরগোল চলছে। এই আবহেই এবার বিতর্কে নাম জড়াল আরও একটি বলিউড ছবির। সদ্যই মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা বাকি হ্যায়’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। আর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবি নিয়েই এখন শুরু হয়েছে আইনি তরজা। জানা গিয়েছে, এক নাবালিকাকে ধর্ষণ ও তাঁর সঙ্গে ‘গডম্যান’-এর যোগ নিয়েই নির্মিত এই ছবিটি।
ছবিটিতে এক উকিলের ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। তাঁর চরিত্রের নাম পি সি শোলাঙ্কি। আদালতে পকসো আইনে অভিযোগ দায়ের হওয়া ও তারপর এক আইনজীবীর লড়াইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর তাতেই ক্ষেপে আগুন আশারাম বাপুর ট্রাস্ট। এরপরই ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগ, এই ছবির মাধ্যমে আশারাম বাপু ও তাঁর অনুগামীদের অবমাননা করা হয়েছে।
চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ছবির প্রযোজক। তিনি বলেছেন, ‘আমরা আশারাম বাপুর ট্রাস্টের তরফে একটি আইনি চিঠি পেয়েছি। আগামী দিনে আমাদের কী পদক্ষেপ হবে সেই নিয়ে আইনজীবীর সঙ্গেও কথা বলেছি। আমরা পি সি শোলাঙ্কির একটা বায়োপিক বানাতে চেয়েছিলাম। এর রাইটসও কিনে নিয়েছি আমরা। এখন অন্য কেউ যদি মনে করেন যে এই ছবিটি তাঁর জীবন নিয়ে তৈরি, তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের ছবি সত্যি কথাই বলবে।’