বুধবার আয়োজিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্ব। সেই ম্যাচে এসি মিলানকে ২-০ গোলে হারাল ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দুটি করেন জেকো ও হেনরিথ মিথিতারিয়ান। এদিন সান সিরোতে শুরু থেকেই এসি মিলানের ওপর ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন ইন্টার-এর ফুটবলাররা। তারই ফলস্বরূপ মাত্র আট মিনিটে একটি কর্ণার আদায় করে ইন্টার। সেই কর্ণার থেকে উড়ে আসা বলে বাঁ পায়ের দুরন্ত শটে এসি মিলানের জালে বল জড়িয়ে দেন জেকো।
এর ঠিক মিনিট তিনেকের পর আবার গোল করে ইন্টারকে এগিয়ে দেন মিথিতারিয়ান। এরপর বিরতি থেকে উঠে এসে গোল শোধের মরিয়া চেষ্টা এসি মিলান করলেও তা থেকে গোল তুলতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজরা। তবে কিছু ক্ষেত্রে ভাগ্যও তাঁদের সঙ্গ দেয়নি। যেমন ম্যাচের ৫০ মিনিটে ব্রাহিম দিয়াসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। একইরকমভাবে লক্ষ্যভ্রষ্ট হয় সান্দ্রো তনালির শট। উল্লেখ্য, আগামী মঙ্গলবার ফের এই মাঠেই সেমিফাইনালে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দল। স্বাভাবিকভাবেই সেই ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে। শেষ পর্যন্ত দুই মিলানের যুদ্ধে বাজিমাত করে কোন দল, সেদিকেই তাকিয়ে ফুটবলমহল।