তৃণমূলে কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করল একদল দুষ্কৃতী। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বসিরহাটের সাকচূড়া বাগুন্ডি সোলাদানা এলাকার হরিহরপুর গ্রামে।
বুধবার রাত দেড়টা নাগাদ তৃণমূলের সক্রিয় কর্মী রুহুল কুদ্দুস মণ্ডলের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। রুহুলের বাড়িতে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় সকলে বাড়িতেই ছিলেন। বোমা পড়ার শব্দে তাঁরা ভয়ে সিঁটিয়ে যান। সকাল হতেই পুলিশকে খবর দেন রুহুল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ থেকে বোমার তিনটি স্প্লিন্টার খুঁজে পায়। বাড়ির সামনে থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে তারা।
রুহুল জানিয়েছেন, তিনি বহুদিন ধরে তৃণমূল কর্মী। এই ঘটনার পিছনে পুরনো আক্রোশ কাজ করেছে বলেই তাঁর অনুমান। ওই তৃণমূল কর্মী জানান, রমজান মাসে তিনি এলাকার বাজার থেকে ফেরার সময় একটি ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রতিবাদের মাশুলই এবার তাঁকে দিতে হল। বাড়িতে বোমাবাজি হওয়ায় স্ত্রী ও সন্তানদের সুরক্ষা নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। তিনি দলের শীর্ষ নেতৃত্বর কাছেও এই বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।
শুধু রুহুলই নন, এলাকার বাসিন্দারাও এই ঘটনা নিয়ে চরম আতঙ্কে রয়েছে। রুহুলের প্রতিবেশী এক মহিলা জানিয়েছেন, রাতে তাঁর ছেলে বাড়িতে বসে টিভি দেখছিল। আচমকাই পর পর বোমা পড়তে থাকে। বোমার শব্দ শুনে সকলের ঘুম ভেঙে যায়। এই ঘটনার পর থেকে কেউ বাইরে বেরনোর সাহস পাচ্ছেন না।