খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মিলতে চলেছে সুরাহাসূত্র। বাংলায় পুলিশ নিয়োগ নিয়ে বহুদিন ধরেই চলছিল জটিলতা। এবার সেই সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা সভায় এই প্রসঙ্গ তোলেন তিনি।
মমতা বলেন, “আমি একটা জিনিস বলব, আমরা আগে ৬ মাস ট্রেনিং দিতাম। আমাদের এখানে হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ক্যাজুয়ালনেস চলে এসেছে। যে নিয়োগ দিচ্ছে, তার কিছু যেন যায় আসে না। কিন্তু যে ছেলেমেয়েগুলো পরীক্ষা দেয় চাকরির জন্য, তারাও তো আশায় থাকে চাকরিটা হবে বলে।”
এখানেই থেমে থাকেননি তিনি। “আমি সরাসরি নির্দেশ দিচ্ছি, ৩ মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ শেষ করতে হবে ট্রেনিং হিসেবে আগে যেটা ৬ মাসে দিতে, সেটা ৭ দিনে দাও। এক একটা পুলিশ স্টেশনে লোক পাঠাও”, স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।