চলতি বছর ভারতে আয়োজিত হতে চলেছে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই এই মেগা ইভেন্টের সূচি তৈরি করে ফেলেছে বিসিসিআই। কিন্তু এখনও সেই সূচি প্রকাশ করা হয়নি। আইপিএল শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হওয়ার কথা। তবে তার মধ্যেই বোর্ড সূত্রে বেশ কিছু ম্যাচের খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম ভারত বনাম পাকিস্তান ম্যাচ। বোর্ড সূত্রে খবর, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে। আর ১৫ই অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হবে। সেই খেলা প্রথমে হওয়ার কথা ছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু সেখানে খেলতে সমস্যা রয়েছে পাকিস্তানের। এই বিষয়ে কথা বলতে আইসিসির দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেটি। তার পরে সেই খেলার মাঠ বদল করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। ভারত-পাকিস্তান খেলা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি চেন্নাইয়ের চিপকে। শুধু ভারত-পাকিস্তান নয়, পাকিস্তানের বেশির ভাগ খেলা চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে করতে চাইছে বোর্ড। তার অন্যতম কারণ, দক্ষিণ ভারতের দর্শকদের খেলার প্রতি উন্মাদনা। প্রতিপক্ষ দলকেও সমান সম্মান দেয় তারা। তা ছাড়া দর্শকদের নিয়ন্ত্রণের দিক থেকেও সুনাম রয়েছে এই রাজ্য সংস্থার। তবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে তা হলে তাদের আহমেদাবাদে খেলতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজম।
উল্লেখ্য, ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা গত বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দু’টিই হওয়ার কথা আহমেদাবাদে। এ বারের বিশ্বকাপে ১০টি দলের মধ্যে ৮টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। তারা হল— ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বাকি দু’টি জায়গার জন্য খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি ও জিম্বাবোয়ে। মোট ১২টি শহরে হবে এবারের বিশ্বকাপ। সেগুলি হল : আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, দিল্লি, ইনদওর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট, রাইপুর ও মুম্বই। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত ৯টি ম্যাচ খেলবে। সূত্র জানাচ্ছে, বিশ্বকাপের একটি সেমিফাইনাল খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।