বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পরেই দিল্লি গেলেন বিজেডি প্রধান তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। চার দিনের দিল্লি সফরে একাধিক সরকারি কর্মসূচির পাশাপাশি, তাঁর কিছু ‘রাজনৈতিক কাজ’ রয়েছে বলে দলের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের খবর, কয়েক জন বিরোধী নেতার সঙ্গে দেখা করতে পারেন নবীন।
বৃহস্পতিবার দুপুরে মুম্বই গিয়ে এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনা (বালাসাহেব ঠাকরে) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন নীতীশ। তারই মধ্যে নবীনের এই পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাজনৈতিক ভাবে বরাবরই ‘কংগ্রেস বিরোধী’ হিসাবে নবীন পরিচিত। উড়িষ্যায় বিজেপির পাশাপাশি, কংগ্রেসও তাঁর দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী।
এই পরিস্থিতিতে দিল্লিতে তাঁর ‘গতিবিধি’ লোকসভা ভোটে বিজেডির অবস্থানের ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০০০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েই ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নবীন। ২০০৯ সালে কন্ধমাল গোষ্ঠীহিংসার পরে এনডিএ ছাড়েন তিনি। ২০২৪ সালে লোকসভা ভোটের সঙ্গেই উড়িষ্যায় বিধানসভা ভোট হওয়ার কথা।