অব্যাহত প্রতিবাদ। রাজধানীদের যন্তর-মন্তরে কুস্তিগিরদের আন্দোলন আজ ১৮ দিনে পা রাখল। এখনও নিজেদের দাবি থেকে তিলমাত্র সরে আসেননি আন্দোলনরত কুস্তিগীররা। নিজেদের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। বৃহস্পতিবার দিন যন্তর-মন্তরে আন্দোলনরত কুস্তিগিররা হাত কালো আর্মব্যান্ড পরে কালো দিন পালন করছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় কুস্তিগিররা ভারতীয় কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ-ভূষণ-শরণ সিং-এর বিরুদ্ধে বিচারের জন্য আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং যশপালের কাছে গত বুধবার অনুরোধ জানিয়েছেন। এবং পুলিশি তদন্তও যাতে ঠিকভাবে হচ্ছে কি না, তা দেখতে বিচারকের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, এরই মধ্যে মহিলা কুস্তিগিরদের জাতীয় শিবির অনুষ্ঠিত হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পাতিয়ালা সেন্টারে। কিন্তু স্পোর্টস অথরিটি-এর কমপ্লেক্সটি যেহেতু ব্রিজ ভূষণ-শরণ সিং-এর দুর্গ নামে পরিচিত, তাই সেখানে যেতে কিছুটা অস্বস্তি বোধ করছেন কুস্তিগিররা। ইতিমধ্যেই এই আন্দোলন কুস্তির ময়দান ছেড়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ময়দানেও। কেন্দ্রের ক্রীড়া দফতরের বিরুদ্ধে একে একে তোপ দাগতে শুরু করেছেন সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীরা। কুস্তিগিরদের পাশে নিজেদের সমর্থনের কথা জানিয়েও দিয়ে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছে সম্মিলিত কৃষক মোর্চার নেতারাও। এদিকে ২১শে মে অবধি কেন্দ্রীয় সরকারকে চরম সময়সীমা দিয়েছেন কুস্তিগীররা। তারপরই দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুধু রাজনৈতিক নেতারাই নন, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে সমর্থনের অভিনব বিন্দ্রা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদরাও।