এবার দলীয় কার্যালয়ের সামনে থেকে ভারতের দু’ই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি উপড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির সাঁকতরিয়া এলাকায়। যে দলীয় কার্যালয়ের সামনে আবক্ষ মূর্তি দু’টি ছিল, ওই কার্যালয় বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্যের। অভিযোগ, বেদি ভেঙে মূর্তিগুলি উপড়ে ফেলা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখান কংগ্রেসের স্থানীয় নেতা-সদস্য ও কর্মীরা। বিজেপি নেতার কাছে তাঁরা জবাবদিহি চান। এরপরই বচসার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি নেতার সাফাই, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই মূর্তি স্থানান্তর করা হচ্ছে। তবে কংগ্রেস নেতৃত্বের দাবি, এমন কোনও আলোচনাই হয়নি। দীর্ঘ বাদানুবাদের পরে পিছু হঠেন অভিযুক্ত বিজেপি নেতা। অবশেষে লিখিত ভাবে তিনি জানান, ওই জায়গা সংস্কার করে প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর মূর্তি পুনঃস্থাপন করা হবে।
