ঝড় বয়ে গেলেও নীরব ছিলেন তিনি। এই প্রথম অনুব্রত মণ্ডল নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমে নবজোয়ার যাত্রায় এসে এবার অনুব্রত এবং সুকন্যার কার্যত পাশে দাঁড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বলেন, ‘আমি কাউকে ডিফেন্ড করতে চাইছি না, কিন্তু ইডি বলছে গরু চুরির জন্য বিএসএফ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী’।
মুরারইয়ের জনসভায় এদিন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের কথা বেশ কয়েকবার উল্লেখ করেন অভিষেক। সম্পত্তি ১৫০ গুণ বৃদ্ধি পাওয়ার জন্য সুকন্যা গ্রেফতার হলে ৮০ হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি হওয়া অমিত শাহর ছেলেকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। কেন অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে না তা নিয়েও করেন প্রশ্ন।
তাৎপর্যপূর্ণভাবে অভিষেক আরও বলেন, ‘গরু চুরির টাকা অমিত শাহ না তাঁর ছেলের কাছে গিয়েছে? একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি। আগামী দিনে এর ব্যতিক্রম হবে না’। এদিন সভার শুরু থেকেই অমিত শাহকে আক্রমণ করছিলেন অভিষেক। অভিষেক বলেন, ‘বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছেন, বিএসএফ কার অধীনে? বিএসএফ স্বরাষ্ট্র দফতরের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কী? অমিত শাহ। বিএসএফ মদত দিয়ে গরু পাচার করে সেটা অমিত শাহের কাছে যায় না তাঁর ছেলের কাছে’?