আচমকাই সৃষ্টি হল বাদানুবাদ। তারপর তা গড়াল মারধরে! থানা চত্বরের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি নেত্রীর স্বামী ও সমাজবাদী পার্টির বিধায়ক। আর তাঁদের থামাতে গিয়ে রীতিমতো নাজেহাল পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠি জেলার গৌরিগঞ্জ কোতয়ালি থানার মধ্যে। সেই থানার মধ্যেই দুই রাজনৈতিক নেতার এমন মারামারির দৃশ্যের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। জানা গেছে, এলাকার বিজেপি নেত্রী রেশমি সিংয়ের স্বামী দীপকের ওপর চড়াও হন সমাজবাদী পার্টির বিধায়ক রাকেশ প্রতাপ সিং। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো গাড়ি থেকে নেমে দীপক কিছু বলতে শুরু করেন। তারপর আচমকাই পুলিশকে সরিয়ে দীপককে মারধর শুরু করেন রাকেশ। তারপরই দুই দলের মধ্যে শুরু হয় মারামারি, ধাক্কাধাক্কি। সেইসময় ওই থানায় যেসব পুলিশকর্মী ছিলেন, তাঁরা এসে গন্ডগোল থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বৃথা হয়। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান পুলিশকর্মীরা। পরে অবশ্য দু’পক্ষকেই বিরত করতে সফল হন তাঁরা।
প্রসঙ্গ রাকেশের অভিযোগ যে, দীপক থানায় এসেই কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। সেইসময় রাকেশ ওই থানার সামনেই প্রতিবাদ ধর্নায় বসেছিলেন। দীপকের কথায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। আর তারপরই এমন কাণ্ড ঘটান সপার বিধায়ক। তাঁর কথায়, দীপক ও তাঁর দলের লোকজন তাঁদের কিছু সমর্থককে হেনস্থা করেছিল। তারই প্রতিবাদ জানানো হচ্ছিল। ওই থানার একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দুই অভিযুক্ত নেতার বিরুদ্ধেই নেওয়া হবে পুলিশি ব্যবস্থা।