পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে গত মাসের ২৫ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা৷ কোচবিহার, দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের পরে গত মঙ্গলবার বীরভূমে পা রেখেছেন অভিষেক। এবার তারই মধ্যে এক ফাঁকে মামাবাড়িতে ঘুরে এলেন তিনি৷ মঙ্গলবার রাত দশটা নাগাদ কুসুম্বায় তাঁর মামাবাড়িতে গিয়েছিলেন অভিষেক৷ সেখানে তিনি দেখা করেন মামাবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে৷ কথাও বলেন কিছুক্ষণ৷ গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তৃণমূল সাংসদ৷ গ্রামের উন্নয়নের পরিস্থিতিও খতিয়ে দেখেন৷
মামাবাড়ির সকলের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে অভিষেক বলেন, ‘দাদুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওঁর খুব শরীর খারাপ। অনেকদিন ধরেই আসবো, আসবো ভাবছিলাম। আমি দশ বছর বাদে এলাম। আগে যখন আসতাম ছোটবেলায় তখন রাস্তাঘাটের কী অবস্থা ছিল, আর এখন কি হয়েছে আপনারা দেখেছেন। সরকারের জনমুখী প্রকল্প সব জায়গায় পৌঁছাচ্ছে।’ গতকাল কুসুম্বায় স্থানীয় স্কুল, রাস্তা ঘাটের পরিস্থিতিও খতিয়ে দেখেন তিনি৷ তারপর বলেন, ‘ছোটবেলায় এখানে এসেছি। তখন কুসুম্বা স্কুলের যে অবস্থা ছিল আর এখন দেখুন কী রকম আছে।’