বাংলার মুকুটে নতুন পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে বাংলার আরও এক স্থান। এমন খবরই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে ইউনেস্কো।
বীরভূমের শান্তিনিকেতন। বাঙালির হৃদয়ের খুব কাছের জায়গা। সেই শান্তিনিকেতনই এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।
বর্তমানে একাধিক কারণ বিতর্কের কেন্দ্র শান্তিনিকেতন। রাজ্য়ের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র পরিচালিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করছেন। রাজ্য়ের বিরুদ্ধে পালটা সরব হয়েছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে শান্তিনিকেতনের এই আন্তর্জাতিক তকমা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।