বছর ঘুরলেই দেশজুড়ে লোকসভা নির্বাচন। তার আগে চলছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ। এবার উড়িষ্যামুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রী দেশের বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই নবীনের সঙ্গে নীতীশের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। উল্লেখ্য, দিন কয়েক আগে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন নীতীশ। মমতা আবার পট্টনায়েকের সঙ্গে দেখা করে এসেছেন উড়িষ্যা গিয়ে।
প্রসঙ্গত, নীতীশ এবং নবীন দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত বন্ধুত্ব বজায় রেখেছেন। তাই নীতীশের ডাক ফেরাতে পারেননি তিনি। নবীন দীর্ঘদিনই জাতীয় রাজনীতির জটিল সমীকরণ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। নীতীশ ঘনিষ্ঠ সূত্রের এবারেও নবীনকে বিরোধী শিবিরে শামিল করার ব্যাপারে বিশেষ আশাবাদী নন তিনি। তবে, এদিন যে তিনি নীতীশের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন, সেটাই যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে নবীনে থেমে থাকছেন না নীতীশ। বুধবার তিনি দেখা করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে। তারপরই চলে যাবেন মুম্বই। সেখানে গিয়ে আবার দেখা করবেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে। শোনা যাচ্ছে, আগামী ১৮ই মে দিল্লীর বুকে বিরোধী দলগুলির প্রথম সারির নেতাদের একত্রিত করে মেগা বৈঠকের পরিকল্পনা করেছেন নীতীশ। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন জেডিইউ সুপ্রিমো।