এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে কড়া ভাষায় একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে জয় শাহের গ্রেফতারির দাবি তুললেন অভিষেক। তাঁর অভিযোগ, সম্পত্তি বৃদ্ধির অজুহাতে যদি অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। অথচ ৮০ হাজার গুণ সম্পত্তি বৃদ্ধির পরও জয় শাহ মুক্ত। এনিয়ে কেন কেউ প্রশ্ন তুলছে না? এমনকী, গরুপাচারে বিএসএফের যোগসাজশ নিয়েও সরব হন তৃণমূল সাংসদ। মুর্শিদাবাদের জনসংযোগ কর্মসূচি সেরে মঙ্গলবার বীরভূমের নলহাটিতে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুরারইয়ের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের পাশাপাশি ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়েও সরব হন। মুখ খোলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়েও।
এদিন অমিত শাহে ছেলে জয় শাহকে নিশানা করে অভিষেকের প্রশ্ন,”সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতারি। অমিত শাহের ছেলে জয় শাহের সম্পত্তি তো ৮০ হাজার গুণ বেড়েছে। তাহলে ওঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কেউ এনিয়ে তো প্রশ্ন তুলছেন না!” গরুপাচারের অভিযোগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “গরু চোর ধরতে বেরিয়েছে বাবুরা (ইডি-সিবিআই)। বীরভূমের জেলা সভাপতিকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করেছে। কিন্তু বিএসএফ কার অধীনে? গরু চুরির টাকা কোথায় যায়?” বক্তৃতার শেষে পদ্মশিবিরকে নিশানা করেছেন অভিষেক। “ইডি-সিবিআই দিয়ে আমাদের শেষ করতে চাইছে। কিন্তু আমার গলা কেটে দিলেও গলা থেকে জয় বাংলা বের হবে”, স্পষ্ট জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।