জোয়ার যখন আসে তখন তা আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। ২০১১-র পরে অনেক আবর্জনা আমাদের দলে ঢুকেছিল। তাদের ভাসিয়ে দিতে হবে। এবার মুর্শিদাবাদ জেলায় জনসংযোগ যাত্রার শেষ দিনে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতায় আসার পরে দলে ঢুকে পড়া আবর্জনা ভাসিয়ে বার করে দিতেই নবজোয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘জোয়ার যখন আসে তখন তা আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। ২০১১-র পরে অনেক আবর্জনা আমাদের দলে ঢুকেছিল। তাদের ভাসিয়ে দিতে হবে।’
দলের বুথস্তরের সংগঠনকদের গুরুত্ব দিতে সোমবার বড়ঞায় সাংগঠনিক সভায় অভিষেক বলেন, ‘রাজ্য বা জেলা নেতাদের মানুষ যত প্রশ্ন করে, বুথের সভাপতিদের তার বহুগুণ প্রশ্নের মুখে পড়তে হয়। পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে বসে থেকে একটা ত্রিপল না পেলে বুথ সভাপতিকে জবাব দিতে হয়। তাই তাঁদের সঙ্গেই সরাসরি যোগাযোগে নেমেছি। তাঁরাই ঠিক করবেন আগামিদিনে পঞ্চায়েত ভোটে কারা দলের প্রার্থী হবেন।’ সেই সূত্রেই আবর্জনা সরিয়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই আবর্জনা বার করে বাকিরা বুক ঠুকে দলের কাজ করবেন।’