নাজেপুরের কথা এখন বারাণসী হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। বারাণসী শহর থেকে অনেকটা দূরের এই গ্রামের বাসিন্দারা এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। তাঁরা চান তাঁদের অভিভাবক চুপ করে না থেকে কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে রাজধর্ম পালন করুন।
নাজেপুরের অভিভাবকের নাম নরেন্দ্র মোদী। ২০১৪-র লোকসভা ভোটে বারাণসী থেকে বিজয়ী হওয়ার পর তাঁর সংসদীয় এলাকার বেশ কিছু গ্রামকে দত্তক নিয়েছেন প্রধানমন্ত্রী। সাংসদ তহবিলের টাকায় সেগুলির রূপবদল ঘটেছে অনেকটাই। মডেল গ্রামের চেহারা নিয়েছে বেশ কিছু গ্রাম। তারই একটি নাজেপুর।
সেখানকার বাসিন্দারা গ্রামে এক জায়গায় জড়ো হয়ে কুস্তিগিরদের আন্দোলনকে সমর্থনের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও নীরবতা ভাঙার আর্জি জানান। এলাকার সাংসদ তথা প্রধানমন্ত্রীর উদ্দেশে তাদের বক্তব্য, ‘আপনি যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদদের রক্ষা করতে না পারেন তাহলে কীভাবে গ্রামের মেয়েদের রক্ষা করবেন?’
গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ সমাবেশটির আয়োজন করেছিল লোক সমিতি আশ্রম নামে একটি সামাজিক সংগঠন। সেটির আহ্বায়ক নন্দলাল মাস্টারের কথায়, ‘গ্রামবাসীরা স্বতঃস্ফুর্তভাবে এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বারাণসীর মতো একটি পবিত্র শহরের জনপ্রতিনিধি। সেখানকার মানুষ চান কুস্তিগিরদের বিষয়ে হস্তক্ষেপ করুন তাঁদের সাংসদ। কারণ তিনি প্রধানমন্ত্রী।’