মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় একাধিক বার মিলেছে তার প্রমাণ। এবার সিবিআই, ইডি-সহ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সোনিয়া গান্ধী। কর্ণাটকের হুব্বাল্লিতে নির্বাচনী সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, ‘ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করছে বিজেপি সরকার। সরকারি সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে তলানিতে নিয়ে গিয়েছে।’
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভার ভোট। সোমবার বিকেলেই শেষ হচ্ছে ভোট প্রচার। আর প্রচারের শেষ লগ্নে হুব্বাল্লিতে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেন সোনিয়া। সেখান্স ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, ‘মানুষের মধ্যে ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছে বিজেপি। ওই রাজনীতির বিরুদ্ধেই ‘ভারত জোড়ো যাত্রা’র আয়োজন করা হয়েছিল। আর ওই যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ঘাবড়ে গিয়েছে বিজেপি। যারা ঘৃণা ছড়ানোর রাজনীতি করে তারা কখনই কর্ণাটকের উন্নয়ন করতে পারে না।’ বিজেপিকে খোঁচা মেরে তিনি বলেন, ‘বিজেপি নেতাদের কথাবার্তায় মনে হয়, গণতন্ত্র ওদের পকেটে। কোনও প্রশ্নের সঠিক জবাব দেওয়ার মতো সাহস দেখাতে পারে না যে দলের নেতারা তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।
