আর ঠিক দু’দিন পরে অর্থাৎ আগামি ১০ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মূহুর্তে জোরকদমে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মাটি কামড়ে পড়ে আছেন। কিন্তু তা সত্ত্বেও কন্নড়ভূমে বিশেষ সুবিধা করে উঠতে পারছে না তাঁর দল বিজেপি। অন্তত জনমত সমীক্ষায় তেমনটাই দাবি। সমীক্ষার দাবি, বিজেপি টাফ ফাইট দিলেও কর্ণাটক দখলে এগিয়ে থাকবে কংগ্রেসই।
এবিপি-সি ভোটারের সর্বশেষে জনমত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের দখলে যেতে পারে ১১০-১২২টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। তৃতীয় বৃহত্তম দল হতে পারে এইচ ডি দেবেগৌড়ার জেডিএস। তাঁদের দখলে যেতে পারে ২১ থেকে ২৯টি আসন। ওই সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস কর্ণাটকে ৪০.২ শতাংশ ভোট পেতে পারে। আর বিজেপি পেতে পারে ৩৬ শতাংশের সামান্য বেশি ভোট।
