চলতি বছরেই মরু রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির অন্তর্দ্বন্দ উস্কে দিতে মোক্ষম চাল চাললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রবিবার তিনি এই বিস্ফোরক দাবি করেন, যে ২০২০ সালে সচিন পাইলট যখন দলের অন্দরে বিদ্রোহ শুরু করেছিলেন, সেই সময় বিজেপি নেত্রী বসুন্ধরা রাজেই তাঁকে সরকার বাঁচাতে সাহায্য করেছিলেন। গেহলটের এই দাবির পরই রাজ্যে শোরগোল পড়ে যায়। আসলে একদিকে বিজেপিকে আক্রমণ, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বকে সচিন পাইলট ও তাঁর অনুগামীদের সম্পর্কে সতর্ক করার কাজ একসঙ্গেই সারতে চেয়েছেন তিনি।
গতকাল বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের কেন্দ্র ঢোলপুরে দাঁড়িয়ে গেহলট দাবি করেন, ২০২০ সালে সচিন পাইলট যখন দলের অন্দরে বিদ্রোহ শুরু করেছিল, তখন সরকার প্রায় ভাঙতে বসেছিল। সেই সময় বসুন্ধরা রাজে, বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ মেঘওয়াল ও বিধায়ক শোভারানি কুশওয়াই সাহায্য করেছিলেন সরকার টিকিয়ে রাখতে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত ও ধর্মেন্দ্র প্রধান একসঙ্গে চক্রান্ত করেছিলেন আমার সরকার ফেলে দেওয়ার জন্য। ওঁরা রাজস্থানে টাকা বিলিয়েছিলেন। আর এখনও সেই টাকা ফেরত নেওয়া হয়নি। আমি অবাক হচ্ছি যে এখনও কেন আমাদের দলের বিধায়কদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হল না।’