চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর তার আগে সে রাজ্যে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কৈলাশ যোশীর পুত্র প্রাক্তন মন্ত্রী দীপক যোশী। শনিবার কংগ্রেস নেতা কমল নাথের উপস্থিতিতে হাত শিবিরে যোগ দেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে দীপক যোশীর কংগ্রেসে যোগদান ক্ষমতাসীন বিজেপির জন্য একটি বড় ধাক্কা। সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তাঁর বাবা কৈলাশ যোশী মধ্যপ্রদেশবাসীর কাছে খুবই জনপ্রিয় ছিলেন। দীপক যোশী নিজেও তিনবার বিধায়ক হয়েছেন। আগের দফায় শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভায় সদস্য ছিলেন। ২০১৮ সালে মনোজ চৌধুরীর কাছে হেরে যান তিনি।
