গত শনিবার রাত ১২ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠেছিল স্বর্ণ মন্দির লাগোয়া হেরিটেজ স্ট্রিট। তার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ সেখানে! ৩০ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ ঘটল স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট এলাকায়। সোমবার ভোর ৬ টা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে থাকা একটি গাড়ির উইন্ডশিল্ড ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানসাল মিষ্টির দোকানের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি একই জায়গায় ঘটে। তবে রাস্তার বিপরীত দিকে এই বিস্ফোরণ হয়। দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। পরপর বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর কোথাও কোনও বিস্ফোরক পদার্থ লুকিয়ে রাখা হয়েছে কি না তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
