গতবছর ইউক্রেন-রাশিয়ার যখন যুদ্ধ চলছে, সেসময় পুতিনের দেশের পাশে দাঁড়িয়ে তাঁদের থেকে অপরিশোধিত তেল কিনেছিল ভারত। জানা গিয়েছে, রাশিয়া থেকে সেই তেল আমদানিতে লাভবান হয়েছে এই দেশের দু’টি বড় বাণিজ্যিক সংস্থা। এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। এই নিয়ে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠিও লিখেছেন।
ইউক্রেন যুদ্ধ আবহে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছিল ভারত। সেসময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভারত নিজেদের স্বার্থের কথাই ভাববে। কিন্তু জহর সরকারের দাবি, এই তেল কেনার সিদ্ধান্ত আদতে কেন্দ্রের ঘনিষ্ঠ কর্পোরেট সংস্থার স্বার্থে। বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে সেই প্রশ্নই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।
তিনি লিখেছেন, এই সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ যারা পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করে, তাঁদের কোনও সুবিধা হয়নি। বরং গুজরাতের দুই বড় রিফাইনারি সংস্থা এতে বিপুল লাভের মুখ দেখেছে। এতে দেশের কি আদৌ কোনও লাভ হয়েছে? এমনই প্রশ্ন তুলেছেন জহরবাবু। রাশিয়ার তেল বহনের জন্য আচমকাই মুম্বইয়ের একটি সংস্থা ৫৪টি ট্যাঙ্কার কীভাবে কিনে ফেলল, এই নিয়ে এস জয়শঙ্কররের কাছে জবাব চেয়েছেন সাংসদ।