হাঁটতে বরাবরই ভালবাসেন তিনি। এই বয়সেও তিনি যে গতিতে পদযাত্রা করেন, তা অবাক করার মতো। এবার নিজেই নিজের ফিটনেসের রহস্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরীর-স্বাস্থ্য নিয়ে সর্বদাই সচেতন মমতা। নিজেও বারবার সে কথা জানিয়েছেন তিনি। নিয়মিত যে শরীরচর্চা করেন, তাও গোপন করেননি। তবে ফিটনেসের জন্য ঠিক কী কী করেন, এবার তা সামনে এল। মুখ্যমন্ত্রী নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন তিনি। দু’হাতে ধরে রেখেন একটি বিদেশি কুকুরছানাকে। তার দিকে তাকিয়েই ট্রেডমিলে হেঁটে চলেছেন মমতা। একদৃষ্টে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে কুকুরছানাটিও।
উল্লেখ্য, শাড়ি পরে সাধারণত কাউকে ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। এ ক্ষেত্রেও ব্যতিক্রমী মমতা। চেনা পোশাকেই শরীরচর্চা করছেন তিনি। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘কোনও কোনও দিন আপনার বাড়তি মোটিভেশনের প্রয়োজন হয়।’’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। হাজারো কাজ এবং দায়িত্বের মাঝেও ছুটির দিনে মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য থাকার জন্য সময় বের করে নিয়েছেন, তা মুগ্ধ করেছে নেটিজেনদের। তবে শরীরচর্চা করতে করতে নানা কাজও সেরে ফেলেন তিনি। ২০২১ সালে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সে বছরের বাজেট তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বানিয়েছিলেন। শরীর ফিট রাখতে যেমন ট্রেডমিলে হাঁটেন মুখ্যমন্ত্রী, তেমন সুস্থ থাকতে খাওয়াদাওয়ার দিকেও বিশেষ নজর দেন তিনি। সেই কারণেই দীর্ঘ পদযাত্রাতেও ক্লান্তি অনুভব করেন না একেবারেই।