ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে একাধিক সংস্থার বেসরকারিকরণের পথে হেঁটেছে মোদী সরকার। ক্রমশ বিভিন্ন ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গিয়েছে বেসরকারি হাতে। এবার মোদী সরকারের নজর পড়ল কয়লা খনির উপর। অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পের আওতায় ২৫টি কয়লা খনির খননের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র। সাফ কথায়, এবার কয়লা সেক্টরকে বিক্রি করবে তারা। কয়লা সংস্থাগুলির সম্পদ বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মোদী সরকারের বেসরকারিকরণের পরিকল্পনা কিন্তু সফল হয়নি, সরকারি সম্পত্তি বিক্রি হয়েছে কিন্তু কাঙ্খিত অঙ্কের অর্থ আসেনি। কিন্তু তাও বেসরকারিকরণ থেকে পিছু হঠছে না মোদী সরকার। কারণ, বেসরকারিকরণই অর্থ সংগ্রহের সহজ উপায়। তাই এই পথ বেছে নিয়েছে তারা।
প্রসঙ্গত, দু-বছর আগে বেসরকারিকরণের মাধ্যমে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার টার্গেট নিয়েছিল মোদী সরকার। যদিও তা করা যায়নি। গত বছরের বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছিল ৬৫ হাজার কোটি টাকায়। এবারের বাজেটে আরও কমিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫১ হাজার কোটি টাকা। বিভিন্ন সংস্থার বেসরকারিকরণের প্রক্রিয়া এখন থমকে রয়েছে। তাই এবার কয়লায় নজর। মোদী সরকারের পরিকল্পনা, কয়লা মন্ত্রকের অধীনে থাকা সম্পত্তি বিক্রি করে চলতি বছর ৫০ হাজার ১১৮ কোটি টাকা আদায় করা হবে। ২৫টি কয়লা খনিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। কোল ইন্ডিয়াকে কর্পোরেট সংস্থা হিসেবে গড়ে তোলা হবে। ইতিমধ্যেই কেন্দ্রের এহেন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে শোরগোল। সরব বিরোধী দলগুলি। সমালোচনার ঝড় উঠেছে একাধিক মহলে।