যদি ন্যায় বিচার না পাই তবে মেডেল ফিরিয়ে দেব। যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরন সিংয়ের গ্রেফতারির দাবিতে মুখ খুললেন দ্রোণাচার্য কোচ তথা বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিং ফোগত। আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ মহাবীর সিং ফোগত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি ন্যায় বিচার না পাই তবে পদক ফিরিয়ে দেব।
প্রসঙ্গত এই মহাবীর ফোগত হলেন কুস্তিগির ববিতা ও গীতা ফোগতের পিতা। তিনি আন্দোলনকারীদের অন্যতম ভিনেশের কাকা।
সেই ২৩ এপ্রিল থেকে দিল্লিতে অবস্থানে বসে রয়েছেন কুস্তিগিররা। তাঁদের মধ্যে অলিম্পিকে পদকপ্রাপ্ত সাক্ষী মালিক ও বজরং পুনিয়া রয়েছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্ত ভিনেশ ফোগত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এক নাবালিকা সহ সাতজন কুস্তিগীরের সঙ্গে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবিতে এই প্রতিবাদ আন্দোলনে নেমেছেন দেশের বিখ্যাত কুস্তিগীররা।
এবার তাঁদের পাশে দাঁড়ালেন দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ মহাবীর সিং ফোগত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই মামলায় ন্যায় বিচার না মেলে তবে আমি আমার পদক ফিরিয়ে দেব।