“কাশ্মীর ফাইলস”-এর পর এবার জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে “দ্য কেরালা স্টোরি”। ভোটমুখী কর্ণাটকে গেরুয়া শিবিরের প্রচারে নয়া অস্ত্র হয়ে উঠেছে ছবিটি। যার বিষয় বস্তু কেরালায় ‘লাভ জিহাদ’ অর্থাৎ হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে মুসলিম তৈরির অভিযোগ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের ভোটে ‘দ্য কেরালা স্টোরি’-কে হাতিয়ার করে বিঁধেছেন কংগ্রেসকে। কিন্তু ‘লাভ জিহাদ’ অর্থাৎ হিন্দু মেয়েদের মুসলিম বানানোর অভিযোগের সত্যতা কতটুকু?
২০০৯ সালে কেরালা হাই কোর্টে দায়ের হওয়া একটি মামলায় আদালত রাজ্য পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছিল। কেরালা পুলিশের তৎকালীন ডিজি জ্যাকব পুন্নুশের দাবি, ৩২ হাজার হিন্দু মেয়েকে মুসলিম ছেলেরা বিয়ে করেছে বলে সিনেমায় যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেরালা হাইকোর্ট ডিজিকেই ব্যক্তিগতভাবে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল। পুন্নুশ বলেন, আমি সব থানার কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছিলাম। হাতে গোনা কয়েকটি ভিন্ন ধর্মের বিয়ের কথা পুলিশকে জানানো হয়েছিল। কয়েকটি প্রেমঘটিত বিয়ে পুলিশের নজরে এসেছিল। যদিও অভিভাবকেরা সেগুলি মেনে নিয়েছিলেন।