শনি ও রবিবার বেঙ্গালুরু শহরে ৩৬ কিলোমিটার পথ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এটা পরিবর্তিত কর্মসূচি। বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলতে বিজেপি আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীকে দিয়ে ৩৬ কিলোমিটার পথে রোড শো-এর পরিকল্পনা করেছিল।
যতই ছুটির দিন হোক, প্রধানমন্ত্রী র রোড শো’তে শহরের কী দশা হতে পারে তা ভেবেই সমাজ মাধ্যমে সরব হন বহু মানুষ। তথ্য প্রযুক্তি শিল্পের পীঠস্থান কসমোপলিটন শহর বেঙ্গালুরুতে বহু মানুষ রবিবারেও পথে বের হন সপরিবারে বাড়ির বাইরে সময় কাটাবেন বলে।
এমনিতেই গত কয়েকদিন ভোটের মিটিং মিছিলের জেরে ট্রেন বাস, বিমান ধরতে সমস্যায় পড়ছিলেন মানুষ। গন্তব্যে পৌঁছুতে ছয় সাত কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তারমধ্যে প্রধানমন্ত্রীর রোড শো যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে পড়ার শামিল হয়েছে। রবিবার আবার বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে শহরে। প্রধানমন্ত্রীর যাত্রা পথে পড়েছে একাধিক পরীক্ষা কেন্দ্র।
এই পরিস্থিতিতে মোদীর রোড শো এর কর্মসূচি বদলের দাবি নিয়ে বেঙ্গালুরু হাই কোর্টে জনস্বার্থের মামলা করেন বেশ কিছু নাগরিক। শুনানির আগেই অবশ্য বিজেপি ঘোষণা করে প্রধানমন্ত্রী দুদিন রোড শো করবেন ভাগ করে। শনি ও রবিবার শহরের দুই প্রান্তে হবে কর্মসূচি। যানজট এবং ভোগান্তি এড়াতেই এই সিদ্ধান্ত।
বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে জন সাধারণের দুর্ভোগের কথা মাথায় রেখে। এদিকে হাই কোর্টও রাজ্য প্রশাসন ও পুলিশের কথায় ভরসা রেখে প্রধানমন্ত্রীর রোড শোতে ছাড়পত্র দিয়েছে। পুলিশ আদালতে কথা দিয়েছে, যান চলাচলে কোনও সমস্যা হবে না। যদিও নাগরিকদের আশঙ্কা একটু পরে শুরু হতে যাওয়া রোড শো তে অচল হয়ে পড়বে বেঙ্গালুরুর দক্ষিণ প্রান্তের ১৮ কিলোমিটার পথ।