সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল বগটুই কাণ্ড। এবার সেই বগটুই গ্রামকে মডেল গ্রাম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। শুক্রবার মালসা থেকে ট্রেনে চড়ে কলকাতা ফিরছিলেন মমতা।
রামপুরহাট স্টেশনে ট্রেন থামলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। স্টেশনে দাঁড়িয়ে থাকা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন তিনি। তখনই মুখ্যমন্ত্রী আশিসবাবুকে বগটুই গ্রামকে মডেল গ্রাম করার নির্দেশ দেন। সে বিষয়ে তাঁকে সবরকম সাহায্যেরও আশ্বাসও দিয়েছেন তিনি।