উত্তরবঙ্গ থেকে সম্প্রতি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে তৃণমূলের জনসংযোগ যাত্রা। আর তারপরই রুট বদলের চিন্তাভাবনা শুরু করে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে উত্তরবঙ্গে বিপুল সাড়া পাওয়ার পর দক্ষিণবঙ্গের নানা দিক থেকে আমন্ত্রণ বার্তা পাচ্ছেন তিনি। আর তাই ঠিক করেছেন, যে রুটম্যাপটি প্রকাশ করা হয়েছে তার খানিক বদল করবেন।
আপাতত ঠিক আছে, মুর্শিদাবাদ বীরভূম হয়ে হুগলি, হাওড়া, মেদিনীপুর, জঙ্গলমহলের তিন জেলা, বর্ধমান ছুঁয়ে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে সাগরে শেষ হবে যাত্রা। এই বেসিক ফরম্যাটে তেমন পরিবর্তন হবে না। কিন্তু আরও বেশি করে ব্লক গ্রাম ছুঁয়ে যেতে নতুন ফরম্যাট শিগগির প্রকাশ করবেন তিনি। এ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে।
জানা গিয়েছে, অভিষেকের যাত্রার সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী। তিনিও চাইছেন, একবার যখন অভিষেক পথে নেমেছেন তখন জনসংযোগ আরও বেশি করে হোক। বস্তুত, দল মনে করছে, মোক্ষম সময়ে কর্মসূচি নেওয়া হয়েছে। সাম্প্রতিক নানা ঘটনাক্রম নিয়ে কর্মীদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তা কেটে যাচ্ছে অভিষেকের সফরে। কর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন।