ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা৷ যন্তরমন্তরে দিনের পর দিন চলছে অবস্থান বিক্ষোভ৷ এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের হয়েছে দু’টি মামলা। এর প্রেক্ষিতে অভিযোগকারী মহিলা কুস্তিগিররা দিল্লী পুলিশের কাছে তাদেঁর বয়ান রেকর্ড করেছেন। জানা গিয়েছে, বয়ানে দুই মহিলা কুস্তিগির অভিযোগ করেছেন, টুর্নামেন্ট, ওয়ার্ম আপ এমনকি ডাব্লুএফআই অফিসে অনুপযুক্তভাবে তাঁদের শরীর স্পর্শ করেছিলেন ব্রিজভূষণ। ২১ এপ্রিল নয়াদিল্লীর কনট প্লেস থানায় দায়ের করা দুটি পৃথক এফআইআর-এর প্রেক্ষিতে কমপক্ষে আটটি পৃথক ঘটনা উঠে এসেছে কুস্তিগিরদের বয়ানে।
এক ইংরাজি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দুই অভিযোগকারী কুস্তিগির পুলিশকে জানিয়েছেন, তাঁদের শ্বাস-প্রশ্বাস বা দম ধারণের পরীক্ষা করার অজুহাতে অনুপযুক্তভাবে স্তন স্পর্শ করতেন ব্রিজভূষণ। জানা গিয়েছে, একজন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অন্তত পাঁচটি ঘটনার উল্লেখ করেছেন নিজের বয়ানে। তিনি দাবি করেছেন, ২০১৬ সালে একটি টুর্নামেন্ট চলাকালীন একটি রেস্তোরাঁয় ব্রিজভূষণ তাঁর স্তন এবং পেট স্পর্শ করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, ২০১৯ সালেও একই ধরনের ঘটনা ঘটে তাঁর সঙ্গে। এ সময়ও তাঁর স্তন ও পেট স্পর্শ করেন ব্রিজভূষণ। অপর মহিলা কুস্তিগির অভিযোগ করেন, দিল্লীর ২১ নং, অশোকা রোডে তাঁর অফিসিয়াল বাংলোর ভিতরে অবস্থিত কুস্তি ফেডারেশনের অফিসে দু’দিন ধরে তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করে গিয়েছিলেন ব্রিজভূষণ। তাঁর সম্মতি ছাড়াই উরু, কাঁধ এবং স্তন স্পর্শ করা হয়। তাঁর পেটেও হাত দেন ব্রিজভূষণ। মহিলা কুস্তিগির জানান, তাঁকে বলা হয়েছিল যে এটি তাঁর শ্বাস-প্রশ্বাস ও দম ধারণের পরীক্ষা করতে করা হয়েছে।