চলতি সপ্তাহের শেষে বদলাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচী। চলবে ট্র্যাক ও পাওয়ার সিস্টেম রক্ষণাবেক্ষণে। তাই আগামী একমাস সপ্তাহান্তে দিনে কয়েকঘণ্টা বন্ধ থাকবে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। বৃহস্পতিবার মেট্রোর তরফে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এমনটাই। আগামী ৬ই মে থেকে ১০ই জুন পর্যন্ত কবে, কতক্ষণ তা বন্ধ থাকবে, তা বিস্তারিত জানিয়েছেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। জানা গিয়েছে, ৬ই মে অর্থাৎ এ মাসের প্রথম শনিবার থেকেই সপ্তাহান্তে উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে দিনের শুরুতে কয়েকঘণ্টা। সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত এই রুটে মিলবে না মেট্রো পরিষেবা। ১০টার পর অবশ্য দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত টানা মেট্রো পরিষেবা মিলবে। উলটোদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্তও মেট্রো পাওয়া যাবে না। ৭ই মে, রবিবারও পাওয়া যাবে একইরকম পরিষেবা।
প্রসঙ্গত, চলতি মাসের প্রতি শনি ও রবিবার অর্থাৎ ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ তারিখও একই রকম পরিষেবা পাওয়া যাবে উত্তম কুমার-কবি সুভাষ রুটে। সকাল ১০টার পর থেকে পুরো রুটে মেট্রো পাবেন যাত্রীরা। এ মাসের পর জুন মাসে ৩, ৪ তারিখ শনি-রবিবার ও ১১ তারিখ, রবিবারও এই রুটে সকাল ১০টা পর্যন্ত কবি সুভাষ-মহানায়ক উত্তম কুমার মেট্রো পাওয়া যাবে না। তারপর থেকে আবার স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা। তবে উল্লেখ্য, আগামী ২৮শে মে এবং ১১ই জুন, দুই রবিবার দক্ষিণেশ্বর ও দমদম এবং কবি সুভাষ, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই একঘণ্টা দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা। অর্থাৎ সকাল ৯টার বদলে ১০টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। কবি সুভাষ-মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রোরেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কয়েকটি প্রযুক্তিগত কাজের জন্য এই সকালের কয়েকঘণ্টা বন্ধ রাখা হচ্ছে মেট্রো চলাচল। যাত্রীদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্য জনসংযোগ আধিকাারিক কৌশিক মিত্র। সহযোগিতার অনুরোধ করেছেন তিনি। তবে গোটা সপ্তাহ অর্থাৎ সোম থেকে শুক্র পুরো রুটে সময়সূচীর কোনও বদল নেই। কাজের দিনগুলিতে মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত।